টানা তিন দিন ধরে বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। এতে এলাকার সব কটি ঝরনায় পানিপ্রবাহ বেড়েছে। ঝরনাগুলোয় পর্যটকদের ভিড়ও বেড়েছে। গত শুক্রবার সীতাকুণ্ডের রূপসী ঝরনায় হাজারেরও বেশি পর্যটক এসেছিলেন। রূপসী ঝরনার ওপরের পথ বেয়ে মিরসরাইয়ের ছাগলকান্দা ঝরনায়ও পর্যটকেরা ভিড় করছেন। কোনো কোনো পর্যটক দলের সব সদস্য একই ধরনের পোশাক পরে ঝরনায় আনন্দ করতে আসছেন। অনেকে রূপসী ঝরনায় প্রথমে গোসল ও হইহুল্লোড় করার পর পাহাড় বেয়ে মিরসরাইয়ের ছাগলকান্দা ঝরনার দিকে যান। আবার অনেকে রূপসী ঝরনা দেখেই ফিরে যান।