আলু রোপণে ব্যস্ততা

অগ্রহায়ণ মাসে জমিতে আলু রোপণ করা হচ্ছে। এ কাজে কৃষক আর কৃষিশ্রমিকেরা জমিতে ব্যস্ত সময় পার করছেন। এখন রোপণ হলে প্রায় ৯০ দিন পর আলু তোলার উপযুক্ত হবে। ছবিগুলো রাজশাহীর চন্দ্রিমা থানার বালানগর এলাকা থেকে সম্প্রতি তোলা।

১ / ৮
আলু রোপণের জন্য জমি প্রস্তুত করা হচ্ছে।
২ / ৮
জমিতে রোপণের জন্য বস্তায় ভরে আলুর কন্দ নিয়ে যাওয়া হচ্ছে।
৩ / ৮
জমিতে ছিটানো হচ্ছে সার।
৪ / ৮
আলুর কন্দগুলো জমিতে ছিটানো হচ্ছে।
৫ / ৮
জমিতে নির্দিষ্ট দূরত্বে আলুর কন্দগুলো পুঁতে দেওয়া হচ্ছে।
৬ / ৮
জমিতে পানি দেওয়ার জন্য নালা তৈরি করা হচ্ছে।
৭ / ৮
জমিতে কাজ করা ব্যক্তিদের জন্য খাবার এনেছেন এই নারী।
৮ / ৮
কাজের ফাঁকে জমির পাশে বসে দল বেঁধে খাবার খাওয়া চলছে।