ছোটদের মাছ ধরা
বর্ষার শুরু থেকে শরৎ পর্যন্ত সিলেটের নদ-নদী, খাল-বিল-হাওরে থই থই পানি থাকে। হাওর-খাল-বিলে মাছ ধরা চলে বারো মাস। গ্রামীণ জনপদে মাছ শিকার করা ঐতিহ্যের পাশাপাশি আনন্দেরও। নতুন পানিতে গ্রামের শিশুরাও মনের আনন্দে মাছ ধরে। এ সময় বাড়ির পাশের খাল-বিল কিংবা জলাশয়ে মাছ ধরতে দেখা যায় শিশুদের। শিশুরা নিজের মতো করে জাল-বড়শি দিয়ে মাছ ধরে। শিশুদের মাছ ধরা নিয়ে ছবির গল্প। ছবি: আনিস মাহমুদ
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮