ঘাটের বালুশ্রমিকেরা

নৌপথে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বালু আসে। সেই বালু খালাস করার কাজ করেন শ্রমিকেরা। নৌকা বা নৌযান থেকে মাথায় করে বালু ট্রাকে তোলার এই কাজ চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। পুরুষদের সঙ্গে সমানতালে নারী শ্রমিকেরাও বালু তোলার কাজ করেন। নৌকা থেকে এক টুকরি বালু ট্রাকে তোলার জন্য একজন শ্রমিক দুই টাকা মজুরি পান। সারা দিন বালু তোলার কাজ করে একজন শ্রমিক ৫০০ থেকে ৬০০ টাকা আয় করতে পারেন। সম্প্রতি কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু এলাকার নিচে অবস্থিত বালুঘাটে।  

১ / ১২
কড়া রোদের মধ্যে বালুভর্তি টুকরি মাথায় নিয়ে নৌকা থেকে ঘাটে উঠছেন একদল শ্রমিক
২ / ১২
বালুর তোলার কাজ করা এসব শ্রমিকের মধ্যে অনেকেই নারী
৩ / ১২
বালু নিয়ে নৌকা থেকে ঘাটে ওঠার জন্য মাঝখানে দেওয়া হয়েছে গাছের পাটাতন
৪ / ১২
বালুভর্তি নৌকা ভিড়েছে ঘাটে। নৌকা থেকে বালু তোলার কাজে ব্যস্ত শ্রমিকেরা
৫ / ১২
ঘাটে বালু তোলার কাজ শ্রমিকদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যাই বেশি
৬ / ১২
নৌকা থেকে বালুভর্তি টুকরি নিয়ে ঘাটে উঠছেন শ্রমিকেরা
৭ / ১২
কাজের ফাঁকেই বাড়ি থেকে নিয়ে আসা খাবার খাচ্ছেন দুই নারী শ্রমিক
৮ / ১২
কত বালু তুলেছেন হিসাব রাখার জন্য প্রতি টুকরি আনার সময় একটি করে প্লাস্টিকের কয়েন দেওয়া হয় শ্রমিকদের
৯ / ১২
বালু তুলে পাওয়া প্লাস্টিকের কয়েন হিসাব করছেন এক নারী শ্রমিক
১০ / ১২
আইনত নিষিদ্ধ হলেও শিশুদের বালু তোলার কাজ করতে দেখা যায়
১১ / ১২
ঘাট থেকে টুকরিতে করে আনা বালু তোলা হচ্ছে ট্রাকে। এরপর তা দেশের বিভিন্ন স্থানে যাবে
১২ / ১২
বালু খালাসের কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাটে থাকে নৌকা, ট্রাক ও শ্রমিকের ভিড়