ফলের ক্যারেটের ব্যবসা

আমের মৌসুম এলে ক্যারেটের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। এ সময়ে অনেকে এই ক্যারেট বেচা-কেনার ব্যবসা করেন। এ মাসের বিভিন্ন সময়ে চট্টগ্রাম নগরের সিআরবি ও টাইগারপাস এলাকা থেকে ছবিগুলো তোলা।

১ / ১০
খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে ক্যারেট সংগ্রহ করে আনছেন একজন
২ / ১০
ভ্যানে ভর্তি করে ক্যারেট নেওয়া হচ্ছে
৩ / ১০
ভ্যানজুড়ে নেওয়া হয়েছে ক্যারেট
৪ / ১০
আম বিক্রেতারা রিকশাভ্যানের নিচে জমা রাখেন এসব ক্যারেট
৫ / ১০
পিকআপে করে নেওয়া হচ্ছে ক্যারেট
৬ / ১০
ক্যারেটগুলো এক জায়গায় সাজিয়ে রাখা হচ্ছে
৭ / ১০
বিক্রির জন্য ক্যারেট স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছে
৮ / ১০
ফুটপাতজুড়ে সারিবদ্ধভাবে রাখা হয়েছে ক্যারেট
৯ / ১০
ভ্যান থেকে ট্রাকে তোলা হচ্ছে এসব ক্যারেট
১০ / ১০
বিশাল এলাকাজুড়ে রাখা হয় এসব ক্যারেট