নদের তীরে হাঁস–মুরগি ও কবুতরের হাট

হেমন্তের সকালে নাগর নদের তীরে কোলাহল। কানে ভেসে আসছে ক্রেতা–বিক্রেতাদের হাঁকডাক। সারিবদ্ধভাবে মাটিতে বসে হাঁস–মুরগি ও কবুতর বেচাকেনা চলছে। সেখানে সবচেয়ে বড় লাইন ধরে বসেছেন রাজহাঁস বিক্রেতারা। ক্রেতাদের ভিড়ও কম নয়। একটু দূরে শুধু হাঁস–মুরগি ও কবুতরের বাচ্চা বিক্রি হচ্ছে। পাশেই বসেছে দেশি মুরগি, চীনা হাঁস ও কবুতর। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপসুলতানগঞ্জ হাটে হাঁস–মুরগি বেচাকেনার ছবি নিয়ে ছবির গল্প।

১ / ৯
নাগর নদের তীরে সারিবদ্ধভাবে রাজহাঁস নিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা।
২ / ৯
পালক দেখে রাজহাঁস কিনছেন এক ক্রেতা।
৩ / ৯
বিক্রির জন্য আনা বাচ্চা ও মা রাজহাঁস।
৪ / ৯
জোড়া কবুতরের বাচ্চা বিক্রির জন্য আনা হয়েছে হাটে।
৫ / ৯
বিক্রির জন্য আনা টার্কি মুরগি।
৬ / ৯
ধবধবে সাদা লাক্ষা জাতের কবুতর দেখিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা এক বিক্রেতার।
৭ / ৯
মিসরীয় ফাউমি জাতের মুরগির বাচ্চার দরদাম চলছে।
৮ / ৯
মুরগি ও পাখি রাখার জন্য বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এসব খাঁচা।
৯ / ৯
বেচাকেনা শেষে টাকার হিসাব চলছে।