কীর্তনখোলার তীরে শীতের সকাল

বরিশাল নদীবেষ্টিত শহর। শহরের তীর ঘেঁষে বয়ে গিয়েছে কীর্তনখোলা নদী। দৈর্ঘ্য ৪০ কিলোমিটার। নদী ঘিরে গড়ে উঠেছে নানা শ্রেণির মানুষের বসবাস। সকাল থেকে রাত পর্যন্ত এই নদীর ওপর নির্ভরশীল হাজারো মানুষ। সকালের সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে কীর্তনখোলা নদীর তীর ঘিরে মানুষ কর্মব্যস্ত হয়ে পড়ে। শীতের সকালে কীর্তনখোলার তীরে অন্য রূপ নিয়ে শুরু হয় মানুষের জীবনযাপন। গতকাল রোববার ছবিগুলো তোলা।

১ / ১২
সকালে নদীর তীরে ট্রলারঘাটে যাত্রীদের জন্য অপেক্ষা করছেন এক চালক
২ / ১২
মাছ ধরা নৌকাগুলো বাঁধা আছে নদীর তীরে
৩ / ১২
আকাশে সূর্য উঠেছে, কিন্তু কুয়াশার কারণে তা ম্লান। এর মধ্যে ট্রলারে গন্তব্যে যাচ্ছে নানা শ্রেণি-পেশার মানুষ
৪ / ১২
শহর রক্ষা বাঁধের পাশে থাকা দোকানে গরম-গরম পিঠার বিকিকিনি
৫ / ১২
নৌকার ছাউনি খুলে রাখা হয়েছে তীরে
৬ / ১২
সকালে ঘোরাঘুরি করতে বাইরে বের হয়েছে শিশু হোসাইন
৭ / ১২
সকালে কীর্তনখোলায় কর্মব্যস্ত এক নারী
৮ / ১২
সকাল সকাল কাজে নেমে পড়েছেন এই দিনমজুর
৯ / ১২
কীর্তনখোলার তীরে থাকা শহর রক্ষা বাঁধে প্রাতর্ভ্রমণে বেরিয়ে পড়েন অনেকে
১০ / ১২
সকাল হতে না হতেই খাবারের সন্ধানে বেরিয়েছে শালিকের দল
১১ / ১২
নদীর পানি দিয়ে গৃহস্থালি কাজ সারতে এসেছেন এক নারী
১২ / ১২
অনেকেই সকালে নদীর পানিতে গোসল সেরে নেন