‘মৌমাছি, মৌমাছি কোথা যাও নাচি নাচি’

২০ মে পালিত হলো ‘বিশ্ব মৌমাছি দিবস’। দিবসটি পালনের উদ্দেশ্য, বাস্তুতন্ত্রের জন্য মৌমাছি ও অন্য যেসব পতঙ্গ পরাগায়নে ভূমিকা রাখছে, সেই অবদান স্বীকার করা। সেই সঙ্গে এসব প্রাণী যাতে বিলুপ্তি থেকে রক্ষা পায়, সে জন্য জনসচেতনতা সৃষ্টি করা।দেশের বিভিন্ন অঞ্চলে নানা প্রজাতির মৌমাছির দেখা পাওয়া যায়। গত আট মাসে ঘুরে ঘুরে ছবিগুলো তুলেছেন শোয়েব আনোয়ারুল আযীম

১ / ১৬
মৌমাছির শরীরে পরাগরেণু।
২ / ১৬
অপরাজিতা ফুলের মধু অনেক প্রিয় এই গ্রিন সোয়েট বির।
৩ / ১৬
একটি ফুলে মৌমাছি।
৪ / ১৬
এই মৌমাছির নাম রেসিন বি।
৫ / ১৬
গ্রিন সোয়েট বি পরিশ্রমী এক পরিবেশকর্মী।
৬ / ১৬
খাবারের খোঁজে লিফ কাটার বি।
৭ / ১৬
ফুলের বিছানায় লিফ কাটার বি।
৮ / ১৬
বাম্বল বির থাকে লম্বা হুল।
৯ / ১৬
বেগুনি ফুলে মৌমাছি।
১০ / ১৬
মৌমাছিটি বসতে যাচ্ছে হলুদ ফুলে।
১১ / ১৬
মধুর খোঁজে একটি মৌমাছি।
১২ / ১৬
মুখোমুখি হানি বি ও সলিটারি বি।
১৩ / ১৬
এক ফুলে কয়কেকটি মৌমাছি।
১৪ / ১৬
শক্তিশালী বাম্বল বি।
১৫ / ১৬
দুই মৌমাছির মিতালি।
১৬ / ১৬
হলুদ ফুলে মধুর খোঁজে মৌমাছি।