পেখম মেলে নাচছে ময়ূর

ময়ূর সাধারণত বর্ষাকালে ময়ূরীর সঙ্গে মিলনের জন্য দৃষ্টি আকর্ষণে পেখম মেলে। বর্ষা শুরু হতে এখনো অনেক দেরি। তারপরও আকাশে মেঘ দেখে আর যেন তর সইছে না ময়ূরটির। কিছুক্ষণ পরপর নিজের পেখম খুলে রাখছে সে। আর সেই দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছেন চট্টগ্রাম চিড়িয়াখানায় আসা দর্শনার্থীরা। পেখমগুলোতে রয়েছে নীল, সবুজ ও সোনালি রঙের সমাবেশ। এগুলোতে অনেকটা চোখের মতো নকশা রয়েছে।

১ / ১১
পেখম খোলার সময় ডেকে উঠছে ময়ূরটি
২ / ১১
পেখমগুলোতে রয়েছে নীল, সবুজ ও সোনালি রঙের সমাবেশ
৩ / ১১
ময়ূরের পেখম খোলার দৃশ্য দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা
৪ / ১১
ময়ূরীর দিকে তাকিয়ে পেখম খুলছে ময়ূরটি
৫ / ১১
পুরো পেখম খুলেছে ময়ূরটি
৬ / ১১
পেখম খুলেছে একসঙ্গে দুটি ময়ূর
৭ / ১১
খাঁচার ভেতরে থাকা ছোট ছোট গাছে লেগে ভেঙে যাচ্ছে ময়ূরের পেখমগুলো
৮ / ১১
ময়ূরের পেখমগুলো শরীরের সঙ্গে এভাবে লেগে থাকে
৯ / ১১
পাখায় থাকা সবুজ আর নীল নজর কাড়ে সবার
১০ / ১১
ময়ূরের গলার নীল রংটা নজর কাড়ে সবার
১১ / ১১
ময়ূরের নজরকাড়া সৌন্দর্য দেখছেন এক বৃদ্ধ