জব্বারের বলীখেলা ঘিরে জমজমাট মেলা

জব্বারের বলীখেলা ঘিরে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী মেলা। বলীখেলা আগামীকাল শুক্রবার হলেও আজ থেকে শনিবার পর্যন্ত চলবে মেলা। এই মেলা উপলক্ষে লালদীঘির বিভিন্ন এলাকায় মেলার সামগ্রী নিয়ে বসতে শুরু করেছেন বিক্রেতারা। কেউ রং করছেন, কেউ পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ করছেন, আবার কেউ দোকান সাজাতে ব্যস্ত সময় পার করছেন। আগেভাগে নিজের পছন্দের জিনিস কিনতে সেখানে ভিড় করছেন লোকজন। দোকান সাজানোর পাশাপাশি তাঁদের কাছে বিক্রির জন্য দর–কষাকষি করছেন বিক্রেতারা। মাটির তৈরি ফুলদানি, ব্যাংক, পুতুল, থালাবাসন, হাঁড়িসহ বিভিন্ন জিনিসের বেশ চাহিদা রয়েছে। এ ছাড়াও ঝাড়ু, শীতল পাটি, ঘর সাজানোর বিভিন্ন সরঞ্জাম এসেছে মেলায়।

১ / ১০
রং করে ফুটিয়ে তোলা হচ্ছে মাটির তৈরি জিনিসপত্র
২ / ১০
সারিবদ্ধভাবে রাখা হচ্ছে মাটির ব্যাংক
৩ / ১০
বিক্রি করা হচ্ছে শীতল পাটি
৪ / ১০
বিভিন্ন আকারের ও রঙের মাটির ব্যাংক
৫ / ১০
বিক্রি করা হচ্ছে বাঁশ ও বেতের তৈরি জিনিস
৬ / ১০
বাঁশের তৈরি জিনিস দেখছেন ক্রেতা
৭ / ১০
মাটির তৈরি বিভিন্ন খেলনা দেখছেন দুজন
৮ / ১০
বিক্রির জন্য রাখা বিশাল আকারের মাথাল
৯ / ১০
পাখির বাসা দেখছেন একজন
১০ / ১০
বিক্রির জন্য আনা হয়েছে মাটির হাঁড়ি