পালদের হাতের ছোঁয়ায় দইয়ের বাহারি পাত্র
পাল সম্প্রদায়ের মানুষেরা মাটির বাহারি নকশার তৈজসপত্র থেকে শুরু করে খেলনা ও মূর্তি তৈরিতে সিদ্ধহস্ত। কেবলই শখের বশে নয়, বরং এসব পণ্য বিক্রির টাকায় জীবিকা নির্বাহ করেন তাঁরা। হেমন্তের নরম রোদে বসে আবার কেউবা বাড়ির উঠানে বসে মাটি দিয়ে তৈরি করছেন দইয়ের সরাসহ নানা তৈজসপত্র। পালদের হাতের বাহারি কারুকাজ নিয়ে এবারের ছবির গল্প।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০