পালদের হাতের ছোঁয়ায় দইয়ের বাহারি পাত্র

পাল সম্প্রদায়ের মানুষেরা মাটির বাহারি নকশার তৈজসপত্র থেকে শুরু করে খেলনা ও মূর্তি তৈরিতে সিদ্ধহস্ত। কেবলই শখের বশে নয়, বরং এসব পণ্য বিক্রির টাকায় জীবিকা নির্বাহ করেন তাঁরা। হেমন্তের নরম রোদে বসে আবার কেউবা বাড়ির উঠানে বসে মাটি দিয়ে তৈরি করছেন দইয়ের সরাসহ নানা তৈজসপত্র। পালদের হাতের বাহারি কারুকাজ নিয়ে এবারের ছবির গল্প।

১ / ১০
হাতে বয়সের ছাপ যতটা, কাজের দক্ষতাও যেন ততটাই বেশি
২ / ১০
সকালে নরম রোদে বসে দইয়ের সরা তৈরি করছেন এক নারী
৩ / ১০
চলছে মাটি প্রস্তুত করার কাজ
৪ / ১০
পালদের হাতের ছোঁয়ায় শৈল্পিক রূপ পায় মাটির পণ্য
৫ / ১০
তৈরি হচ্ছে দইয়ের পাত্র
৬ / ১০
দইয়ের সরায় দক্ষ হাতের ছোঁয়া
৭ / ১০
উজ্জ্বল মাটির রঙে রাঙানো দইয়ের সরা
৮ / ১০
দইয়ের সরা শুকাতে দেওয়া হচ্ছে
৯ / ১০
দইয়ের সরা রাঙাতে ব্যস্ত এক নারী
১০ / ১০
পালবাড়ি থেকে ঘোষদের বাড়িতে নেওয়া হচ্ছে দইয়ের সরা