চট্টগ্রামে বৃষ্টিতে কোমরসমান পানি

রাতভর বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ অনেক সড়ক ও অলিগলি। নালার নোংরা পানি উঠে এসেছে সড়কে। অনেক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকেছে। পানিনিষ্কাশনব্যবস্থা অচল হওয়ায় সড়কের পানি সরছে না। জলাবদ্ধতার কারণে সড়কের অনেক জায়গায় আটকা পড়ে যানবাহন। বৃষ্টির কারণে পাহাড়ধসের ঘটনাও ঘটেছে।
১ / ১২
কোমরসমান পানিতে ভ্যানে করে গন্তব্যে যাচ্ছেন কয়েকজন
২ / ১২
সড়কে হাঁটুসমান পানি। গাড়িও পাওয়া যাচ্ছে না। নিরুপায় হয়ে পানি মাড়িয়ে চলছেন তাঁরা
৩ / ১২
জলাবদ্ধ সড়কে মোটরসাইকেল বিকল হওয়ায় দুর্ভোগে পড়েছেন এক আরোহী
৪ / ১২
বৃষ্টির পানিতে সড়ক তলিয়ে গেছে। চলাচলে ব্যাপক দুর্ভোগে পড়েছেন নগরবাসী
৫ / ১২
জলাবদ্ধ সড়কে বিকল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বিপাকে পড়েছেন চালক
৬ / ১২
টানা বৃষ্টিতে নগরের অনেক বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও পানি ঢুকেছে
৭ / ১২
জলাবদ্ধ হয়ে আছে মেয়রের বাসভবনের সামনের সড়ক
৮ / ১২
পানিতে তলিয়ে আছে মেয়র ভবনের উঠান
৯ / ১২
চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনের নিচতলা পানিতে তলিয়ে গেছে
১০ / ১২
হাঁটুসমান পানি জমে আছে দোকানে। পানি থেকে আসবাব রক্ষার চেষ্টায় ব্যবসায়ীরা
১১ / ১২
চায়ের দোকানে ঢুকেছে বৃষ্টির পানি। এর মধ্যেই চলছে রান্না ও খাওয়া
১২ / ১২
বৃষ্টিতে টাইগারপাসে পাহাড়ধসের মাটির ধাক্কায় সরে গেছে সড়ক বিভাজক