ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে দিনভর বৃষ্টি  

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে রাজধানীতে গতকাল বুধবার থেকেই বৃষ্টি ঝরছে। বৃষ্টি হয়েছে আজ বৃহস্পতিবার সারা দিন। অসময়ের এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন রাজধানীর বাসিন্দারা। বৃষ্টি মাথায় নিয়েই জরুরি কাজ সারতে দেখা যায় অনেককে।

১ / ৯
বৃষ্টির মধ্যে মালামাল নিয়ে গন্তব্যে যাচ্ছেন দুজন। পল্টন এলাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ৯
বৃষ্টির মধ্যে ১০ মাস বয়সী তাসনীম সাবাকে নিয়ে বাসের জন্য অপেক্ষায় মা। পল্টন এলাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ৯
বৃষ্টির মধ্যে টিসিবির পণ্য নিতে ছাতা মাথায় মানুষের দীর্ঘ সারি। কারওয়ান বাজার এলাকা
ছবি: সাজিদ হোসেন
৪ / ৯
মিগজাউমের প্রভাবে রাজধানীতে সারা দিনই ছিল বৃষ্টি। এতে চলাচলে দেখা দেয় ভোগান্তি। পুরান ঢাকার দয়াগঞ্জ এলাকা
ছবি: দীপু মালাকার
৫ / ৯
বৃষ্টির মধ্যে ওএমএসের পণ্য কিনতে ছাতা মাথায় মানুষের অপেক্ষা। পুরান ঢাকার লোহারপুল এলাকা
ছবি: দীপু মালাকার
৬ / ৯
বৃষ্টি থেকে নিজেকে রক্ষায় পলিথিন মুড়িয়ে এক রিকশাচালক। জাতীয় প্রেসক্লাবের সামনে
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ৯
মাথায় ব্যাগ রেখে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা এক পথচারীর। পল্টন এলাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ৯
বৃষ্টির মধ্যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে গন্তব্যে যাচ্ছেন দুজন। পল্টন এলাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ৯
শিশুকে কোলে নিয়ে গন্তব্যের দিকে এক অভিভাবক। জাহাঙ্গীর গেট এলাকা
ছবি: তানভীর আহাম্মেদ