রাজধানীতে বৃষ্টিতে বিপাকে চলাচলকারীরা
রাজধানীতে মঙ্গলবার সকাল থেকে রৌদ্রোজ্জ্বল থাকলেও দুপুরের পর নামে বৃষ্টি। প্রথমে ঝিরি ঝিরি হলেও সময় গড়াতেই মেঘ কালো আকাশে নামে অঝোরে বৃষ্টি। বিপাকে পড়েন পথচলা মানুষেরা। বিভিন্ন যানবাহনে গন্তব্যের উদ্দেশে ছুটতে থাকে মানুষ। এ সময় ঢাকার কদম ফোয়ারা মোড় ও ফার্মগেট মোড় এলাকার চিত্র কেমন ছিল, তা দেখে নিই।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯