ভোরের ‘প্রথম আলো’

পুবের আকাশে সদ্য উদিত সূর্য ছড়িয়ে দেয় ভোরের প্রথম আলো। এই আলোতে কেটে যায় রাতের আঁধার। শুরু হয় নতুন দিনের পথচলা। ধীরে ধীরে বাড়ে দিনের কর্মব্যস্ততা। হেমন্তের ভোরের প্রথম আলোর প্রকৃতির কিছু চিত্র নিয়ে আজকের ছবির গল্প। ছবিগুলো পাবনা থেকে তোলা।

১ / ১১
রাঙা সূর্য ছড়িয়ে দিচ্ছে দিনের প্রথম আলো।
২ / ১১
হেমন্তের শিশিরস্নাত ভোরে ফসলের খেতে ধরা দিয়েছে দিনের প্রথম সূর্য।
৩ / ১১
ভোরের আলো নিয়ে সূর্যের আগমন।
৪ / ১১
ভোরের আলোয় মোটরসাইকেলে মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন এক অভিভাবক।
৫ / ১১
ভোরের আলো ফুটতেই সাইকেল চালাতে বেরিয়েছে শিশুরা।
৬ / ১১
কুয়াশামাখা ভোরে কাজের উদ্দেশ্যে যাত্রা।
৭ / ১১
দিনের আলো ফুটতেই একজন ছুটেছেন জীবিকার তাগিদে আরেকজন করছেন শরীরচর্চা।
৮ / ১১
সাতসকালে খেতের কাজে নেমে পেরেছেন দুজন।
৯ / ১১
দূর্বাঘাসে জমেছে শিশির। ভোরের আলোয় শিশিরকণা মুক্তার দানার মতো লাগছে।
১০ / ১১
সবুজ খেতে জাল বুনেছে মাকড়সা। এই জালে জমেছে শিশির।
১১ / ১১
শুরু হলো নতুন দিন। শুরু দিনের ব্যস্ততা।