সড়কে চলছে নৌকা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে সিলেটের পাঁচটি উপজেলার বিভিন্ন গ্রাম। পানি কিছুটা কমলেও ঢলের পানি এখনো সড়কে। সিলেটের সঙ্গে গোয়াইনঘাট উপজেলা সদর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কারণ, সেখানকার যোগাযোগের একমাত্র সড়কের ওপর দিয়ে বইছে উজানের পানি। হাঁটু থেকে কোমরসমান পানি মাড়িয়ে চলতে হচ্ছে লোকজনকে। কোম্পানীগঞ্জ উপজেলার নিচু এলাকাগুলোতে এখনো ঢলের পানি বইছে। বসতবাড়িগুলো হয়ে পড়েছে পানিবন্দী। গোয়াইনঘাট উপজেলার সালুটিকর ও কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি এলাকা থেকে আজ শুক্রবার ছবিগুলো তোলা।

১ / ১১
গোয়াইনঘাট-সিলেট সড়কের সালুটিকর এলাকা এখনো পানির নিচে। সড়কে চলছে নৌকা। আর ঝুঁকি নিয়ে চলতে গেলে আটকে গেছে অটোরিকশা।
২ / ১১
সালুটিকর এলাকায় পানি মাড়িয়ে চলেছেন মানুষ।
৩ / ১১
সিলেট শহরে যেতে শিশুকে কোলে নিয়ে যাচ্ছেন এক অভিভাবক। সালুটিকর এলাকা।
৪ / ১১
সড়কে ঢলের পানির স্রোত। এর মধ্যে হেঁটে আসছেন দুই ব্যক্তি। সালুটিকর এলাকা।
৫ / ১১
সড়কে চলতে গিয়ে বিপাকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশাগুলো। ফলে লোকজন নৌকাকেই নিরাপদ যান মনে করছে।
৬ / ১১
সালুটিকর এলাকার বিভিন্ন বাড়ি এখন পানিবন্দী।
৭ / ১১
সালুটিকর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বিপাকে এক চালক।
৮ / ১১
কোম্পানীগঞ্জের বর্ণি হাওরপারে পানিবন্দী একটি বাড়ি।
৯ / ১১
বর্ণি হাওরপারে পানিবন্দী এক একটি বাড়িকে দূর থেকে দেখলে মনে হবে দ্বীপ।
১০ / ১১
ঢলের ক্ষতির মুখে খামারিরা। বর্ণি এলাকায় পানিতে ডুবে আছে হাঁসের খামার।
১১ / ১১
এখনো ঢলের পানি প্রবেশ করছে বর্ণি এলাকায়।