ঝালকাঠির সবজির হাট

নানা ধরনের সবজি আর ফল বাজারে পাইকারি বিক্রির জন্য নিয়ে এসেছেন চাষিরা। আশপাশের এলাকায় এসব ফলমূল ও সবজির চাষ করেন তাঁরা। কেউ নৌকায় করে, কেউ আবার সড়কপথেও নিয়ে আসেন এই বাজারে। সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে সবজি আর ফলমূল নিয়ে আসতে শুরু করেন চাষিরা। বেলা দুইটার মধ্যে বেচাকেনা শেষ হয়ে যায়। বরিশাল নগর ও এর আশপাশের এলাকার বাজারে বিক্রির জন্য শহর থেকে আসা ব্যাপারীরা এসব সবজি কিনে নেন। শেডের নিচে, রাস্তার দুই পাশে এবং খালে নৌকায় বসে চলে বেচাকেনা। বরিশালে সবজির বাজারের অন্যতম জোগান দেয় এই হাট। সপ্তাহের প্রতি শুক্র ও সোমবার বসে হাট। ছবিগুলো ঝালকাঠি জেলার বিনয়কাঠি ইউনিয়নের দাশেরহাট থেকে তোলা। ছবি: সাইয়ান

১ / ১৩
শাবুদ্দিন মিয়া নৌকায় করে নিয়ে আসা লাল শাপলা বিক্রির অপেক্ষায়।
২ / ১৩
রাস্তার পাশে সবজি সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য।
৩ / ১৩
বিক্রির অপেক্ষায় আছেন চাষিরা।
৪ / ১৩
শেডের নিচে নানা ধরনের সবজি নিয়ে বসেছেন বিক্রেতারা।
৫ / ১৩
মাথায় করে বরবটি নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।
৬ / ১৩
বেচাকেনার পর চলছে লেনদেন।
৭ / ১৩
লালশাক কিনে নিয়ে যাচ্ছেন একজন।
৮ / ১৩
ছোট ব্যবসায়ীরা কিছু শাকসবজি কিনে ভ্যানে সাজাচ্ছেন।
৯ / ১৩
রাস্তার পাশে সবজি রেখে বিক্রির অপেক্ষায়।
১০ / ১৩
ভ্যান নিয়ে সবজি কিনতে আসা বিক্রেতা ভ্যান বোঝাই করেছেন সবজি দিয়ে।
১১ / ১৩
পাইকারি সবজি কিনে খালে রাখা ট্রলারে তোলা হচ্ছে।
১২ / ১৩
সবজি দেখে চলছে দরদাম।
১৩ / ১৩
হাটের পাশে খাবারের দোকান নিয়ে বসেছেন এক ব্যক্তি। বেচাবিক্রির ফাঁকে অনেকে নাশতা খেতে আসেন তাঁর দোকানে।