শামুকখোলের কলতান

২০১২ সালের দিকে বিহারহাট ও এর আশপাশে ১৫ থেকে ১৬টি বড় বট–পাকুড়সহ নানা প্রজাতির গাছ ছিল। তখন থেকে শামুকখোল (অতিথি পাখি) পাখি আসতে থাকে এখানে। এখন ১০–১২টি গাছে পাখির সংখ্যা কয়েক হাজার। বিহারহাট এখন পরিযায়ী পাখির আবাসস্থল হয়ে উঠেছে।

১ / ৬
বাসা তৈরি করার জন্য মুখে ইউক্যালিপটাস গাছের ছোট্ট ডাল নিয়ে এসেছে মা শামুকখোল পাখি।
২ / ৬
খাবারের আশায় বসে আছে শামুকখোলের ছানা। এক ফাঁকে পাখির ছানা খুনসুটিতে মেতেছে।
৩ / ৬
অলস সময় পার করা শামুকখোল পাখি।
৪ / ৬
জোড়া শামুকখোল।
৫ / ৬
পাখা মেলে রোদে গা শুকিয়ে নিচ্ছে শামুকখোল পাখি।
৬ / ৬
বিহারহাটের আশপাশের গাছগুলোতে হাজারো পাখির আবাসস্থল।