ঝাপড়া পালপাড়ার মৃৎশিল্প

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঝাপড়া পালপাড়ায় কুমোর সম্প্রদায়ের লোকজন এখনো মাটির কাজ করে চলেছেন। এ পাড়ায় মৃৎশিল্পের সঙ্গে জড়িয়ে আছে ৫০টির বেশি পরিবার। এ কাজের সঙ্গে বেশ কয়েকজন মুসলমান নারী-পুরুষও যুক্ত আছেন। পালপাড়ার কুমোর সম্প্রদায়ের মৃৎশিল্পের কাজ নিয়ে ছবির গল্প—

১ / ৯
দইয়ের পাত্র বা সরা এবং শৌচাগারের জন্য মাটির তৈরি পাট রোদে শুকাতে দিয়েছেন কুমোরেরা
২ / ৯
মাটি দিয়ে গৃহস্থালির জন্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস তৈরি করছেন নারীরা
৩ / ৯
ঘরের চালে রোদে শুকাতে দেওয়া হচ্ছে দইয়ের পাত্র বা সরা
৪ / ৯
বাড়ির পাশে খোলা স্থানে শুকাতে দেওয়া হয়েছে মাটির তৈরি জিনিসপত্র
৫ / ৯
শৌচাগারের পাটের কোনো সমস্যা আছে কি না, তা দেখা হচ্ছে
৬ / ৯
পোড়ানোর অপেক্ষায় শৌচাগারের পাট
৭ / ৯
ভাটায় পোড়ানোর পর শৌচাগারের পাট
৮ / ৯
ভাটায় পোড়ানো শৌচাগারের পাট রোদে শুকানোর পর নিরাপদ জায়গায় রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছে
৯ / ৯
বিক্রির পর শৌচাগারের পাট নিয়ে যাওয়া হচ্ছে