শরতের স্মারক কাশফুল

প্রকৃতিতে এখন শরতের ছোঁয়া। আর কাশফুল যেন এই শরতের স্মারক। শরৎ এলে নদীর ধারে, বিলে ও জলাভূমির প্রান্তরে শোভা পায় কাশফুল। প্রকৃতিতে ছড়িয়ে পড়ে কাশফুলের শুভ্র রূপ। কাশফুলের এই সৌন্দর্য উপভোগে ছুটে যান অনেকেই।

১ / ৯
ফুটে থাকা কাশফুলে শুভ্র রূপ প্রকৃতির
২ / ৯
তিন শিশু মিলে ঘুরছে কাশফুলের বনে
৩ / ৯
কাশফুল ছিঁড়ছে দুই শিশু
৪ / ৯
কাশফুল নিয়ে উচ্ছ্বাস
৫ / ৯
যত দূর চোখ যায়, মাঠজুড়ে কাশফুল
৬ / ৯
গাড়ি নিয়ে কাশফুল দেখতে আসেন অনেকে
৭ / ৯
বাতাসে দুলছে কাশফুল
৮ / ৯
একগুচ্ছ কাশফুল।
৯ / ৯
কাশফুল আর শরতের আকাশ একাকার