রংপুরে বরইয়ের জমজমাট বাজার

রংপুরের সিটি বাজারের সামনে গড়ে উঠেছে বরইয়ের অস্থায়ী পাইকারি বাজার। জেলার বিভিন্ন এলাকা থেকে চাষিরা এই বাজারে বরই নিয়ে আসেন। সূর্যমুখী, বলসুন্দরী, বাউকুল, আপেল কুল ও নারকেলি জাতের বরই কিনতে দূরদূরান্তের ক্রেতারা ভিড় করেন এখানে। জাতভেদে এসব বরই প্রতি মণ ৮০০ থেকে ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বরইয়ের বাজার নিয়ে এবারের ছবির গল্প।

১ / ৭
নানা জাতের বরইয়ের পসরা সাজিয়ে রাখা হয়েছে।
২ / ৭
বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে বরই।
৩ / ৭
ক্রেতাদের বরই দেখাচ্ছেন এক চাষি।
৪ / ৭
টক না মিষ্টি, খেয়ে দেখছেন ক্রেতা।
৫ / ৭
বিক্রির আগে কার্টন–ভর্তি বরইয়ের ওজন মাপা হচ্ছে।
৬ / ৭
কেনার পর কার্টনে করে বরই নিয়ে যাওয়া হচ্ছে।
৭ / ৭
অটোরিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে বরই।