বিলজুড়ে সাদা শাপলা
সিলেটের বিভিন্ন হাওর ও বিলের পানি কমে এসেছে। এসব হাওর ও বিলজুড়ে এখনো সাদা শাপলার ছড়াছড়ি। সকালের কোমল আলোয় পাপড়ি খোলা শাপলায় চোখ জুড়িয়ে যায়। কোথাও কোথায় দেখা যায় সাদা বক আর সাদা শাপলার মিতালি। আবার কোথায় শাপলায় ওড়াউড়ি করছে ফড়িং। সবুজ লতা-পাতায় ফাঁকে ফাঁকে মাথা উঁচু করে থাকা সাদা শাপলায় বিমোহিত হবেন যে কেউ। সিলেটের দক্ষিণ সুরমার মেদি বিল ঘুরে তোলা সাদা শাপলার ছবি:
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮