অপরূপ রাঙামাটি

রাঙামাটি—সবুজ পাহাড় আর নীল হ্রদের মিশেলে এ যেন এক অপূর্ব সুন্দর জেলা।প্রতিবছর এখানে ছুটে আসেন অসংখ্য পর্যটক। এবারের মৌসুমেও রাঙামাটির প্রকৃতি নতুন রূপে সেজে উঠেছে। বিশেষ করে কাপ্তাই হ্রদ ঘিরে প্রকৃতি যেন অবারিত সৌন্দর্য ছড়াচ্ছে। বাড়ছে পর্যটকদের ভিড়ও। ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ৭
নীল আকাশ, মেঘ ও কাপ্তাই হ্রদের জলরাশি যেন একসঙ্গে এসে মিলেছে
২ / ৭
কাপ্তাই হ্রদে পর্যটকবাহী নৌযান
৩ / ৭
হ্রদের বুকে ভেসে চলেছে পর্যটকদের হাউসবোট
৪ / ৭
পর্যটক নিয়ে ছুটে চলেছে ছোট-বড় ইঞ্জিনচালিত নৌকা
৫ / ৭
দৃষ্টিনন্দন কাপ্তাই বাঁধ
৬ / ৭
পাথুরে পাহাড় বেয়ে নেমে আসা ঝরনায় পর্যটকদের ভিড়
৭ / ৭
রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটকেরা