খেয়ানৌকায় চলে তরু বালার জীবন

তরু বালার বয়স ৬০ বছর পেরিয়েছে। বছর সাতেক তরু বালা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাঙ্গালী নদীর হিন্দুকান্দি মৎস্য অভয়াশ্রমের খেয়াঘাটে নৌকা চালান। বয়সের ভারে ক্লান্তি এসেছে ঠিকই, কিন্তু জীবিকার তাগিদে এখনো তাঁকে নিয়মিত ছুটে যেতে হয় খেয়াঘাটে। হাতে তুলে নিতে হয় বইঠা। নদীভাঙনে ঘর হারানো তরু বালার নিত্যদিনের জীবনসংগ্রাম নিয়ে এ ছবির গল্প—

১ / ৯
বাঙ্গালী নদীর ঘাটে বেঁধে রাখা হয়েছে খেয়ানৌকা
২ / ৯
প্রায় সাত বছর বাঙ্গালী নদীতে খেয়ানৌকা চালিয়ে মানুষ পারাপার করেন তরু বালা
৩ / ৯
খেয়ানৌকা চালিয়ে স্থানীয় লোকজনকে নদী পার করছেন তরু বালা
৪ / ৯
নৌকা বাইছেন তরু বালা, ঘাটে বসে আছেন স্বামী বুদা হাওলাদার
৫ / ৯
বাঙ্গালী নদীর খেয়াঘাটের জায়গাটি মৎস্য অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে
৬ / ৯
নদীতে খেয়া বাইছেন তরু বালার স্বামী বুদা হাওলাদার
৭ / ৯
দড়ি টেনে খেয়া বাইছেন তরু বালা
৮ / ৯
মাঝনদীতে তরু বালার খেয়ানৌকা
৯ / ৯
খেয়া চালানোর আগে বাড়ি থেকে খাবার সঙ্গে এনেছেন তরু বালা