চট্টগ্রামের ‘দ্বিতল সড়কের’ গাছ কাটতে যাচ্ছে সিডিএ

চট্টগ্রাম নগরের টাইগারপাস থেকে পলোগ্রাউন্ড পর্যন্ত মোহাম্মদ ইউসুফ চৌধুরী সড়কটি নগরবাসীর কাছে ‘দ্বিতল সড়ক’ হিসেবে পরিচিত। সবুজে ঘেরা অনন্য এই সড়কের একটি অংশ গেছে পাহাড় ঘেঁষে ওপর দিয়ে। আরেকটি অংশ নিচে। মধ্যবর্তী পাহাড়ি ঢালে আছে শিরীষ, মেহগনি, কৃষ্ণচূড়াসহ ছোট-বড় শতাধিক গাছ। এসব গাছে বাসা বেঁধেছে নানা প্রজাতির পাখি। এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প (গাড়ি ওঠার পথ) নির্মাণ করতে গাছগুলো কাটতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। র‍্যাম্প নির্মাণের জন্য গাছ কাটার উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন নগর–পরিকল্পনাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। মোহাম্মদ ইউসুফ চৌধুরী সড়ক থেকে গতকাল রোববার ছবিগুলো তোলা।

১ / ৯
সড়কের পাশে আছে বড় আকারের বেশ কয়েকটি গাছ।
২ / ৯
কাটার জন্য গাছে দেওয়া হয়েছে ক্রমিক নম্বর।
৩ / ৯
মাঝখানে থাকা দুই সারির সব গাছ কাটা হবে।
৪ / ৯
কাটা হবে বিশাল আকারের গাছটিও।
৫ / ৯
নিচের সড়ক থেকে কিছুটা ওপরে রয়েছে ছোট ছোট অনেক গাছ।
৬ / ৯
দ্বিতল সড়ক হিসেবে এই সড়কের বেশ পরিচিতি রয়েছে।
৭ / ৯
এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণ করতে গাছগুলো কাটতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।
৮ / ৯
এসব গাছে আছে নানা ধরনের পাখির বাসা।
৯ / ৯
গাছ কাটার উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।