ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রোববারের খেলা

দিনের শুরুতে প্রথম খেলায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বিপক্ষে ১–২ গোলের ব্যবধানে জয়লাভ করে গণবিশ্ববিদ্যালয়। পরবর্তী খেলায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বিপক্ষে ০–৬ গোলের ব্যবধানে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জয়লাভ করে। দিনের তৃতীয় খেলায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ০–১ গোলের ব্যবধানে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ফুটবল দল জয়লাভ করে।

১ / ২০
সতীর্থকে লক্ষ্য করে বল দিচ্ছেন এক খেলোয়াড়
২ / ২০
গোলপোস্টের দিকে ভেসে আসা বল নিয়ন্ত্রণে নিতে গোলকিপারের চেষ্টা
৩ / ২০
ফাউল হওয়ায় রেফারি দেখালেন হলুদ কার্ড
৪ / ২০
গোলের পর সমর্থকদের সঙ্গে খেলোয়াড়দের উল্লাস
৫ / ২০
বল আঁকড়ে ধরে গোল ঠেকিয়ে দিলেন গোলকিপার
৬ / ২০
গোলপোস্টের সামনে বল দখলে নিতে গোলকিপার ও খেলোয়াড়দের চেষ্টা
৭ / ২০
বল দখলের জন্য দুই খেলোয়াড়ের চেষ্টা
৮ / ২০
গোলের পর খেলোয়াড়দের উদ্‌যাপন
৯ / ২০
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিচ্ছেন বিজয়ী দল গণ বিশ্ববিদ্যালয়ের গোলকিপার শামীম হোসেন
১০ / ২০
খেলায় জয়লাভের পর গণ বিশ্ববিদ্যালয় ফুটবল দলের উল্লাস
১১ / ২০
দিনের দ্বিতীয় খেলা শুরু। গোল ঠেকাতে গোলকিপার সামনে ছুটে এসেছেন
১২ / ২০
দুই খেলোয়াড়ের বল দখলের চেষ্টা
১৩ / ২০
খেলার এক মুহূর্তে দুই দলের খেলোয়াড়েরা বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় রেফারি পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন
১৪ / ২০
খেলায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফুটবল দলের খেলোয়াড় আল আমিন
১৫ / ২০
দিনের তৃতীয় খেলায় মুখোমুখি হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি
১৬ / ২০
দুই দলের খেলোয়াড়দের বল দখলের চেষ্টা
১৭ / ২০
বল দখলের চেষ্টায় শুয়ে পড়েছেন এক খেলোয়াড়
১৮ / ২০
পা বাড়িয়ে বল নিয়ন্ত্রণের চেষ্টা এক খেলোয়াড়ের
১৯ / ২০
গোলের পর গোলদাতাকে নিয়ে উদ্‌যাপন করছেন অন্য খেলোয়াড়েরা
২০ / ২০
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির খেলোয়াড়ের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে তুলে দিচ্ছেন আয়োজক ও অতিথিরা।