সিলেটের টসটসে টমেটো

সিলেট সদর উপজেলার বিভিন্ন গ্রামে টমেটো চাষ করেন স্থানীয় কৃষকেরা। মৌসুমের শুরু থেকেই এসব টমেটো পাওয়া যায় বাজারে। এ সময়ে কৃষকেরা খেত থেকে টসটসে টমেটো তোলেন। খেতের পাশেই তা বাছাই করে রাখেন। পরে পাইকারেরা এসে পাইকারি দরে টমেটো কিনে নেন। বর্তমানে প্রতি কেজি টমেটো পাইকারি দরে ২০-২২ টাকায় বিক্রি হচ্ছে। ছবিগুলো সিলেট সদরের হাটখোলা ইউনিয়নের ফাগইল গ্রাম থেকে তোলা।

১ / ১০
খেত থেকে টমেটো তুলে স্তূপ করে রাখা হচ্ছে।
২ / ১০
খেত থেকে তোলা টমেটো বাছাই করা হবে।
৩ / ১০
টমেটো তুলে বালতিতে করে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।
৪ / ১০
বাড়ির শিশুরা টমেটো তুলতে খেতে এসেছে।
৫ / ১০
টমেটো তোলার ফাঁকে খেতে বসে জিরিয়ে নিচ্ছে শিশু-কিশোরেরা।
৬ / ১০
টমেটো বাছাই করছে দুজন।
৭ / ১০
ফাগইল গ্রামে চাষিরা এই সময়ে টমেটো তুলতে ব্যস্ত থাকেন।
ANIS
৮ / ১০
প্লাস্টিকের ক্যারেটে সাজানো হচ্ছে টমেটো।
৯ / ১০
ক্যারেটে সাজিয়ে রাখা এসব টমেটো নেওয়া হবে সিলেটের বিভিন্ন বাজারে।
ANIS
১০ / ১০
টমেটো নিতে গাড়ি নিয়ে এসেছেন পাইকারেরা।