দুই হাটে শীতকালীন শাকসবজির জমজমাট বেচাকেনা

রংপুর সদর উপজেলার পালিচড়া হাট ও খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল পাইকারি কাঁচাবাজারে এখন শীতকালীন নানা শাকসবজি বিক্রি হচ্ছে। প্রান্তিক কৃষকেরা এই হাটে নানা শাকসবজি তোলেন। খুচরা ও পাইকারি ক্রেতারা তা কিনে নিয়ে যান। রংপুর ও খুলনার এই দুটি হাটের বেচাকেনার দৃশ্য নিয়ে ছবির গল্প।

১ / ১৪
বিক্রির জন্য ভ্যানে করে শাক নিয়ে এসেছেন চাষি। পালিচড়া হাট, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
২ / ১৪
বস্তা থেকে কাঁচামরিচ ঢালছেন চাষি। পালিচড়া হাট, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৪
শাকসবজি কিনছেন খুচরা ক্রেতা। পালিচড়া হাট, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৪
লাউ বিক্রি করতে যাচ্ছেন চাষি। পালিচড়া হাট, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৪
পাইকারি দামে শাকসবজি কিনে তা বিক্রি করতে যাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। পালিচড়া হাট, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৪
নানা জাতের আলু উঠেছে হাটে। পালিচড়া হাট, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৪
কেনাকাটা শেষে সবজি বস্তায় ভরে বাঁধছেন ব্যবসায়ীরা। পালিচড়া হাট, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৪
শাকসবজির জমজমাট বাজার। ডুমুরিয়া, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৪
কচুর লতি বিক্রি করছেন চাষি। ডুমুরিয়া, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৪
বিক্রির জন্য মিষ্টি কুমড়া নিয়ে বসে আছেন এক চাষি। ডুমুরিয়া, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৪
বিক্রির জন্য বস্তা ছিঁড়ে জলপাই বের করেছেন এক বিক্রেতা। ডুমুরিয়া, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৪
কাঁধে করে কাঁচা কলা নিয়ে হাটে যাচ্ছেন এক ব্যক্তি। ডুমুরিয়া, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৪
বিক্রির জন্য কাটা হচ্ছে কচু। ডুমুরিয়া, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৪
ঢ্যাঁড়স বিক্রি করা হচ্ছে। ডুমুরিয়া, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন