শ্রাবণের মেঘগুলো

শ্রাবণের দিনে আকাশ যেন রঙিন ক্যানভাস। রোদের ঝিলিক, কখনো সাদা, কখনো গাঢ় কালো মেঘে ঢেকে যায় চারপাশ। সেই মেঘের ফাঁকে সূর্যের সোনালি আলো গড়ায় নদীর বুকে, সৃষ্টি হয় নিস্তব্ধ ছায়া। আকাশে সাদা-কালো মেঘের মাঝে ওড়াউড়ি করে চিল। চা-বাগানের ওপর জমে থাকা মেঘগুলো বৃষ্টি নামার অপেক্ষায়। সিলেটের কাজীরবাজার ও দলদলি চা-বাগানে শ্রাবণের আকাশ নিয়ে ছবির গল্প

১ / ১০
নীল আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে সাদাকালো মেঘ। উড়ছে পাখিরা
২ / ১০
শ্রাবণের মেঘগুলো আকাশে জড়ো হয়েছে
৩ / ১০
নীল আকাশে ধূসর মেঘের মাঝে উড়ছে চিল
৪ / ১০
সাদাকালো মেঘ ভেদ করে সূর্যের আলো পড়েছে নদীর জলে
৫ / ১০
সেই আকাশে উড়ছে চিল
৬ / ১০
শ্রাবণের মেঘে ঢাকা আকাশ। উড়ছে চিলের ঝাঁক
৭ / ১০
চা-বাগানের মাথার ওপর আকাশে শ্রাবণের সাদা মেঘ
৮ / ১০
সূর্যের আলোয় উজ্জ্বল চা-বাগানের টিলা। ওপরে শ্রাবণের কালো মেঘ
৯ / ১০
সবুজ চা-বাগানের ওপরে দাঁড়িয়ে শ্রাবণের এই সময়ে এমন দৃশ্য উপভোগ করা যায়
১০ / ১০
শ্রাবণের মেঘে ঢাকা পড়েছে সূর্য। চা-বাগানে এখনই নামবে বৃষ্টি