খলিফাপট্টিতে ঈদের পোশাক তৈরির ধুম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক তৈরির ধুম পড়েছে চট্টগ্রাম নগরের খলিফাপট্টিতে। রোজা শুরুর আগে থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে খুচরা বিক্রেতারা পোশাক কিনতে আসেন এখানে। চাহিদা বেড়ে যাওয়ায় দিন-রাত পরিশ্রম করে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করেন খলিফারা। ২০০ টাকা থেকে ৪ হাজার টাকা দামের পোশাক পাওয়া যায় এখানে। এলাকাজুড়ে রয়েছে অনেক ছোট ছোট দরজির দোকান। প্রতিটি দোকানে কাজ করেন ১০ থেকে ১৫ জন শ্রমিক। শ্রমিকদের হাতের নকশায় তৈরি হচ্ছে আকর্ষণীয় সব পোশাক। চট্টগ্রামের খলিফাপট্টিতে ঈদের পোশাক তৈরি নিয়ে এবারের ছবির গল্প।

১ / ৯
পোশাক তৈরি ও বিক্রি চলছে একই সঙ্গে
২ / ৯
ঝুলিয়ে রাখা হয়েছে ছোটদের জন্য তৈরি পোশাক
৩ / ৯
শহরের বাইরে থেকে আসা একজন খুচরা বিক্রেতা পোশাক দেখছেন
৪ / ৯
সুনিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হয় এমন সুন্দর পোশাক
৫ / ৯
দোকানের বাইরে ঝুলিয়ে রাখা হয়েছে পোশাক
৬ / ৯
পোশাক তৈরিতে ব্যস্ত শ্রমিকেরা
৭ / ৯
পোশাকের ছবি তুলছেন একজন ক্রেতা
৮ / ৯
আঠা দিয়ে পোশাকে ফুল লাগানো হচ্ছে
৯ / ৯
দোকানজুড়ে নানা বয়সীদের ঈদের পোশাক