ঘোড়াধাপ হাটে ধান বেচা

উত্তরের অন্যতম ধান বেচাকেনার বড় মোকাম ঘোড়াধাপ। সেখানে হাটবার শনি ও বুধবার ব্যাপক ধান বেচাকেনা হয়। বোরো মৌসুমে মিনিকেট ও জিরাশাইল ধান ১৩০০ থেকে ১৩৫০ টাকা এবং মোটা জাতের ধান ১১০০ থেকে ১২০০ টাকা মণ বিক্রি হয়েছে। ঘোড়াধাপ হাটে ধান বেচাকেনার ছবি নিয়ে এই গল্প।

১ / ৯
স্তূপ থেকে ধান বস্তায় ভরছেন শ্রমিকেরা
২ / ৯
হাটে মধ্যে ধানের বিশাল স্তূপ
৩ / ৯
ধান নিয়ে ব্যস্ত শ্রমিকেরা
৪ / ৯
স্তূপ করে রাখা ধান সারি সারি বস্তায় ভরা
৫ / ৯
ধান ভরার জন্য বস্তা ধরছেন এক শ্রমিক
৬ / ৯
বস্তায় ধান ঢালছেন এক শ্রমিক
৭ / ৯
শ্রমিকেরা বস্তা উঠাচ্ছেন ট্রাকে
৮ / ৯
হাট ভরা ধান আর ধান
৯ / ৯
ট্রাকে তোলা হচ্ছে ধানের বস্তা