দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন

বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন রোববার দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে সড়কে চলাচল করতে গিয়ে অনেকে বিপাকে পড়েন। এ ছাড়া অবরোধ থাকায় বেশির ভাগ এলাকায় চলেনি দূরপাল্লার যানবাহন।

১ / ৯
বাঁশের লাঠি হাতে মহাসড়কে বিএনপির নেতা–কর্মীদের মিছিল। সকাল সাতটায় গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায়
ছবি: সাদিক মৃধা
২ / ৯
অবরোধের কারণে বরগুনা বাস টার্মিনাল থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এই অবসরে বাসের আসনগুলো ধোয়া–মোছার কাজ সেরে নেন এক শ্রমিক
ছবি: মোহাম্মদ রফিক
৩ / ৯
অবরোধের মধ্যে বগুড়ার বাইপাস সড়কের তেলিপুকুর এলাকায় পুলিশ সদস্যদের টহল দিতে দেখা যায়
ছবি: সোয়েল রানা
৪ / ৯
অবরোধের কারণে সড়কে যানবাহন চলাচল ছিল কম। রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায়।
ছবি: দিনার মাহমুদ
৫ / ৯
অবরোধের কারণে রাজশাহী–ঢাকা বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। বেলা ১১টার দিকে রাজশাহী নগরের শিরোইলে ঢাকা বাস টার্মিনাল এলাকায়
ছবি: শহীদুল ইসলাম
৬ / ৯
ইট ফেলে সড়ক অবরোধ করেন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের লালাবাজার ভরাউট এলাকায় সকাল সাড়ে সাতটায়
ছবি: সংগৃহীত
৭ / ৯
অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে সতর্ক অবস্থানে বাংলাদেশ সীমানরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা। রোববার সকালে সিলেটের দক্ষিণ সুরমার রশীদপুরে
ছবি: আনিস মাহমুদ
৮ / ৯
অবরোধ চলায় সিলেট থেকে চলাচল করেনি দূরপাল্লার কোনো যানবাহন। রোববার সকাল সাড়ে সাতটার দিকে সিলেট কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়
ছবি: আনিস মাহমুদ
৯ / ৯
একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত বাংলামোটর মোড়ে
ছবি: সজীব মিয়া