ঈদের ছুটিতে চিড়িয়াখানায়

ঈদের ছুটিতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেছেন সব বয়সী মানুষ। তাঁরা ঘুরে ঘুরে পশুপাখি দেখেছেন, ছবি তুলছেন। চিড়িয়াখানার ভেতরের মিনি শিশুপার্কে আনন্দে মেতেছে শিশুরা।

১ / ৯
চিড়িয়াখানায় প্রবেশপথে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
২ / ৯
জিরাফের খাঁচার সামনে উৎফুল্ল এক শিশু
৩ / ৯
শিশুসহ পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসেন অনেকে।
৪ / ৯
সিংহের খাঁচার সামনে উৎসুক এক শিশু।
৫ / ৯
রাইডে চড়ে আনন্দে মেতে ওঠে শিশু-কিশোরেরা।
৬ / ৯
শিশুদের টয় ট্রেনে চড়ার জন্য আগ্রহ ছিল বেশি।
৭ / ৯
হরিণের বিচরণ দেখতে উৎসুক দর্শনার্থীর ভিড়।
৮ / ৯
জিরাফকে গাছের পাতা খাওয়াচ্ছেন চিড়িয়াখানার এক কর্মচারী।
৯ / ৯
ঝিক ঝিক শব্দে চিড়িয়াখানার ভেতরেই ঘুরে চলে টয় ট্রেন।