বালুখেকোদের কবলে সোমেশ্বরী

ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে নেমে এসেছে অপরূপ সৌন্দর্যের সোমেশ্বরী নদী। বাংলাদেশে প্রবেশ করেছে নেত্রকোনার দুর্গাপুরের রানীখং পাহাড়ের পাশ দিয়ে। পাহাড়ের পাশ ঘেঁষে বয়ে চলা নদী পর্যটকদের কাছে আকর্ষণীয়। কিন্তু নদীটি পড়েছে অস্তিত্বসংকটে। নদীর সর্বনাশ শুরু হয়েছে বাংলাদেশ সীমান্তের এক কিলোমিটার ভাটি বিজয়পুর ও ভবানীপুর থেকে। এখান থেকে সাড়ে চার কিলোমিটার ভাটিতে অন্তত পাঁচটি বালুমহাল ঘোষণা করা হয়েছে। এসব বালুমহালে নিয়ম ভঙ্গ করে তোলা হচ্ছে বালু। নদীটিকে খুন করা হচ্ছে। একে বাঁচানোর কোনো ভাবনা যেন কারও মধ্যে নেই।

১ / ১৭
বালু উত্তোলনে অস্তিত্বসংকটে সোমেশ্বরী নদী
২ / ১৭
বালু তোলায় নষ্ট হয়ে গেছে নদীর পরিবেশ ও সৌন্দর্য
৩ / ১৭
বালু তোলার পাশাপাশি ড্রেজার থেকে ফেলা তেলের কারণে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য
৪ / ১৭
ড্রেজার ব্যবহার করে তোলা হচ্ছে বালু
৫ / ১৭
আত্রাখালী নদীর মুখ আটকে বালুর ট্রাক চলাচলের রাস্তা তৈরি করা হয়েছে
৬ / ১৭
ড্রেজার দিয়ে বালু তুলছেন শ্রমিকেরা
৭ / ১৭
সোমেশ্বরী নদীর বুকে যন্ত্র বসিয়ে আলাদা করা হচ্ছে বালু আর পাথর
৮ / ১৭
বালু উত্তোলনের কারণে নদী হারিয়েছে চিরচেনা রূপ
৯ / ১৭
বালু নিতে জড়ো হয়েছে ট্রাকগুলো
১০ / ১৭
পাখির চোখে সোমেশ্বরী নদীর অবস্থা
১১ / ১৭
সোমেশ্বরী নদী যেন মরা খাল
১২ / ১৭
মৃতপ্রায় নদীর বুক চিরে চলছে বালুভর্তি ট্রাক
১৩ / ১৭
বালু উত্তোলনের কারণে ক্ষতবিক্ষত নদী
১৪ / ১৭
ট্রাকে তোলা হচ্ছে বালু
১৫ / ১৭
বালুভর্তি সারি সারি ট্রাক
১৬ / ১৭
বালুবাহী ট্রাকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক
১৭ / ১৭
অচল পড়ে আছে যানবাহনের ওজন মাপার যন্ত্র