চক কারখানা

আগের মতো চাহিদা নেই। তাই বলে এখনো চকপেনসিলের প্রয়োজন একেবারে ফুরোয়নি। চক তৈরির অন্যতম উপকরণ জিপসাম। এটি খনিজ উপাদান—ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট। এই জিপসাম পানিতে মিশিয়ে ছাঁচে ঢেলে রোদে শুকিয়ে তৈরি হয় চক। এই চক তৈরি হয় বগুড়া সদরের রজাকপুর, বাগইল, শশীবদনীসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে। রজাকপুর গ্রামের চক কারখানা নিয়ে আজকের ছবির গল্প।

১ / ৯
দাঁড়িপাল্লায় মেপে নেওয়া হচ্ছে জিপসাম পাউডার
২ / ৯
চকের গোলা ঢালার আগে ছাঁচ পরিষ্কার করে নিচ্ছেন এক নারী
৩ / ৯
পরিমাণমতো পানি ও জিপসাম মিশিয়ে তৈরি গোলা ছাঁচে ঢালা হচ্ছে
৪ / ৯
জমে শক্ত হয়ে যাওয়ার পর ছাঁচ থেকে বের করা হচ্ছে চক
৫ / ৯
ছাঁচ থেকে বের করা চক রোদে শুকানো হচ্ছে
৬ / ৯
ট্রেতে সাজিয়ে রাখা চক
৭ / ৯
শুকিয়ে যাওয়া চক ক্যারেটে ভরছেন দুই নারী। চক তৈরির কারখানায় কর্মসংস্থান হয়েছে অনেক নারীর
৮ / ৯
ক্যারেটে ভরা চক ভ্যানে তোলা হচ্ছে
৯ / ৯
মোড়ককরণের জন্য ভ্যানে ভরে চক নিয়ে যাচ্ছেন একজন চালক