চক কারখানা
আগের মতো চাহিদা নেই। তাই বলে এখনো চকপেনসিলের প্রয়োজন একেবারে ফুরোয়নি। চক তৈরির অন্যতম উপকরণ জিপসাম। এটি খনিজ উপাদান—ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট। এই জিপসাম পানিতে মিশিয়ে ছাঁচে ঢেলে রোদে শুকিয়ে তৈরি হয় চক। এই চক তৈরি হয় বগুড়া সদরের রজাকপুর, বাগইল, শশীবদনীসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে। রজাকপুর গ্রামের চক কারখানা নিয়ে আজকের ছবির গল্প।