ছোটদের বৈশাখী মেলা

চট্টগ্রামের নন্দনকানন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকিতে ২৬ ও ২৭ এপ্রিল দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ছোটদের বৈশাখী মেলা। মেলায় শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে ফুলকি ও সোনার তরীর শিক্ষার্থীরা পরিবেশন করে নাচ, গান ও নাটক। এর পাশাপাশি সেখানে চলচ্চিত্র ও জাদুও পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন জিনিসের পাশাপাশি বিক্রির পসরা বসেছিল গ্রামবাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসের।

১ / ১২
ছোটদের বৈশাখী মেলায় বিভিন্ন রকমের গাছ বিক্রির ব্যবস্থা ছিল।
২ / ১২
মেলায় বিক্রি করতে আনা একটি গাছে ফুটে আছে ফুল।
৩ / ১২
সোনার তরীর বিস্ময় শ্রেণির পরিবেশনা নাটক ‘শব্দজব্দের’একটি দৃশ্য।
৪ / ১২
শিশুদের ব্রতচারী নৃত্যের একটি দৃশ্য।
৫ / ১২
ব্রতচারী নৃত্য মুগ্ধ করেছে দর্শকদের।
৬ / ১২
ব্রতচারী নৃত্যের মাঝেই ছিল ছোটদের লাঠি খেলা।
৭ / ১২
ছোটদের মানব পিরামিড।
৮ / ১২
গল্পরাজ্যের শিল্পীদের একটি সাজ।
৯ / ১২
মেলায় ছিল মাটির তৈরি জিনিসের স্টল।
১০ / ১২
ছিল বাঁশের তৈরি বিভিন্ন জিনিসও।
১১ / ১২
মেলায় ছিল কাপড়ের স্টল।
১২ / ১২
বিক্রি করা হচ্ছে কাগজের তৈরি খেলনা।