বাহারি ঘুড়িতে রঙিন আকাশ

নানা আকার ও বাহারি রঙের ঘুড়িতে ছেয়ে যায় আকাশ। এ আনন্দ আয়োজন দেখতে ভিড় করেন হাজারো মানুষ। ঘুড়ি উড়িয়ে কেউ কেউ জিতে নেন পুরস্কার। গতকাল শুক্রবার ফরিদপুর শহরতলির ধলার মোড়ে পদ্মার পাড়ে হওয়া এ ঘুড়ি উৎসব ঘিরে বসেছিল গ্রামীণ মেলাও। সপ্তমবারের মতো ঘুড়ি উৎসবের আয়োজন করে টিম ফরিদপুর সিটি অর্গানাইজেশন।

১ / ১৩
আকাশে উড়ছে ‘চিল ঘুড়ি’
২ / ১৩
ঘুড়ি ওড়ানোর চেষ্টায় এক তরুণী
৩ / ১৩
ঘুড়ি ওড়াতে যাচ্ছেন এক ব্যক্তি
৪ / ১৩
উড়ছে ‘পঙ্খিরাজ ঘুড়ি’
৫ / ১৩
এটির নাম কঙ্কাল ঘুড়ি
৬ / ১৩
‘সাপ ঘুড়ি’ও উড়েছে আকাশে
৭ / ১৩
ঘুড়ি ওড়াচ্ছে এক শিশু
৮ / ১৩
ঘুড়ির ছবি তোলেন দর্শনার্থীরা
৯ / ১৩
এক বিজয়ীকে পুরস্কৃত করা হচ্ছে
১০ / ১৩
উৎসবে যোগ দেন হাজারো মানুষ
১১ / ১৩
নাগরদোলায় শিশুদের আনন্দ
১২ / ১৩
মাটির তৈরি নানা রঙের বাহারি খেলনা
১৩ / ১৩
শিশুর হাতে রঙিন বেলুন