লোকালয়ে বনের বানর

সিলেটে নগরায়ণের অংশ হিসেবে উজাড় হচ্ছে পাহাড়–টিলা ও বনাঞ্চল। এ কারণে সেখানকার বানরগুলো আবাস হারাচ্ছে, পাচ্ছে না খাবার। তাই খাবারের খোঁজে লোকালয়ে প্রায়ই এসব বানরের আনাগোনা দেখা যায়। সড়কের পাশে—এমনকি বাসাবাড়িতেও খাবারের সন্ধানে ঢুকে পড়ে বানরের দল। সিলেটের শহরতলির বড়শলা এলাকায় এমনই একটি বানরের দল নিয়ে আজকের ছবির গল্প।

১ / ১১
প্রাচীরের ওপর দিয়ে ছুটছে বানর।
২ / ১১
খাবারের খোঁজে বনের সীমানাপ্রাচীরে বসে আছে বানর দুটি।
৩ / ১১
কোথায় গেলে মিলবে খাবার—তাই যেন ভাবছে বানরটি।
৪ / ১১
গাছের ভাঁজে বসে আছে একটি বানর।
৫ / ১১
শীতের সকালে গাছের সরু ডালে বসে আছে বানরটি।
৬ / ১১
দেয়ালের ওপর উঠেছে বানরটি। এবার ছানাকে তুলতে ব্যস্ত সেটি।
৭ / ১১
প্রাচীরের ওপর থেকে কিছু একটা খুঁজছে বানরটি।
৮ / ১১
কাঁঠালগাছে বানরের আনাগোনা।
৯ / ১১
কাঁঠালপাতা মুখে বানরছানা।
১০ / ১১
গাছের ওপাশ থেকে বানরের উঁকি।
১১ / ১১
খাবারের খোঁজে বানরটি।