১ / ৯
সদ্য কাটা আউশ ধানখেতে মহিষকে খাওয়াচ্ছেন এক ব্যক্তি। গোয়াইনঘাট, ফতেহপুর।
২ / ৯
ধানখেতের পাশে ঘাস খাচ্ছে তিন মহিষ। ফতেহপুর এলাকায়।
৩ / ৯
কাদায় একাকার মহিষটি ঘাস খেতে ব্যস্ত।
৪ / ৯
ফিঙে পাখিকে ধরার চেষ্টা মহিষের।
৫ / ৯
খেতের মধ্যে জলকাদা। সেখানে বসে পড়েছে দুটি মহিষ।
৬ / ৯
খাওয়া শেষে মহিষের পাল নিয়ে যাচ্ছে এক কিশোর।
৭ / ৯
হাওরের পানিতে সারা দিন ঘাস খাওয়ানো শেষে মহিষ নিয়ে বাড়ি ফিরছে এক শিশু। জিলকার হাওর এলাকা।
৮ / ৯
বাড়ি ফিরছে লম্বা শিংয়ের মহিষ। জিলকার হাওর।
৯ / ৯
মহিষের পাল নিয়ে খামারের দিকে যাচ্ছেন এক ব্যক্তি। সিলেট সদরের জিলকার হাওর এলাকা।