কালুরঘাট রেলসেতু সংস্কার

দোহাজারী-কক্সবাজার রেললাইন নভেম্বরে উদ্বোধন করা হবে। ঢাকা ও চট্টগ্রাম থেকে ট্রেন যাবে কক্সবাজারে। এ কারণে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর জরাজীর্ণ কালুরঘাট সেতুটি সংস্কারের কাজ চলছে। ৯২ বছরের পুরোনো কালুরঘাট সেতুটি সংস্কার করছে রেলওয়ে। এ কাজে ব্যয় হবে ৫৫ কোটি টাকা। দোহাজারী-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরুর আগে সেতু মজবুত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

১৯৩১ সালে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতু নির্মাণ করে ব্রুনিক অ্যান্ড কোম্পানি নামের সেতু নির্মাণকারী একটি প্রতিষ্ঠান। প্রথম বিশ্বযুদ্ধের পর মিয়ানমারের সঙ্গে সরাসরি রেল যোগাযোগের জন্য এই সেতু নির্মাণ করা হয়েছিল। যদিও পরে দোহাজারী পর্যন্ত গিয়ে শেষ হয় এই রেললাইন। ৬৩৮ মিটার দীর্ঘ এই সেতু ২০০১ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। ২০০৪ ও ২০১২ সালে দুই দফায় সেতুটি সংস্কার করেছিল রেলওয়ে।

১ / ১২
কর্ণফুলী নদীর ওপর ১৯৩১ সালে ইস্পাতের কাঠামো দিয়ে কালুরঘাট সেতু নির্মাণ করা হয়।
২ / ১২
সেতু সংস্কারে একসঙ্গে কাজ করছেন অনেক শ্রমিক।
৩ / ১২
সেতুর নিচ দিয়ে চলাচল করে যাত্রীবাহী নৌকা।
৪ / ১২
সেতু সংস্কারের সরঞ্জাম।
৫ / ১২
পুরোনো জিনিসপত্র স্তূপ করে রাখা হয়েছে।
৬ / ১২
চলছে পরামর্শ।
৭ / ১২
ক্রেন দিয়ে সেতুর মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হচ্ছে।
৮ / ১২
ইস্পাতের কাঠামো সরিয়ে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা।
৯ / ১২
মেশিন দিয়ে রেললাইনে কাজ করছেন এক কর্মী।
১০ / ১২
দিন-রাত সমানতালে কাজ চলছে।
১১ / ১২
জং ধরা ইস্পাতের কাঠামো পরিষ্কার করছেন একজন।
১২ / ১২
সেতুতে ঝালাইয়ের কাজ করছেন দুই শ্রমিক।