ক্রেতার অভাবে খেতেই পড়ে আছে টমেটো
প্রায় এক বিঘা জমিতে বাহুবলী জাতের টমেটো চাষ করেছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার কৃষক আবদুল লতিফ। প্রথম দিকে ফলন কম হলেও চাহিদা থাকায় ভালোই দাম পেয়েছেন। কিন্তু শেষের দিকে ক্রেতা কমে গেছে। ফলে কয়েক শ মণ পাকা টমেটো খেতেই নষ্ট হচ্ছে। আবার খেত থেকে তুলে বাজারে নিয়ে গেলেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত দাম। বগুড়া জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার জেলাজুড়ে টমেটোর চাষের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৬০০ হেক্টর । কিন্তু তার চেয়ে প্রায় ২১ হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে। শাজাহানপুর উপজেলার ঘাষিড়া গ্রামের টমেটোখেত নিয়ে এবারের ছবির গল্প।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯