বসন্ত রাস উৎসব
ইন্দো-বাংলা বসন্ত রাস উৎসব উপলক্ষে সিলেটে চার দিনব্যাপী কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। এ আয়োজন শেষে গত শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে ‘বসন্ত রাস উৎসব’। যৌথভাবে এ আয়োজন করে ভারতের মণিপুরের রাজর্ষি ভাগ্যচন্দ্র কালচারাল ফাউন্ডেশন ও বাংলাদেশের একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস (এমকা) সিলেট। দুই দেশের মণিপুরি শিল্পীরা তাঁদের ঐতিহ্যবাহী পোশাকে রাসনৃত্য পরিবেশন করেন। পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতা করে সিলেট সিটি করপোরেশন। ছবিগুলো শনিবার মধ্যরাতে সিলেট নগরের মণিপুরি রাজবাড়ির শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মণ্ডপ থেকে তোলা
১ / ১৪
২ / ১৪
৩ / ১৪
৪ / ১৪
৫ / ১৪
৬ / ১৪
৭ / ১৪
৮ / ১৪
৯ / ১৪
১০ / ১৪
১১ / ১৪
১২ / ১৪
১৩ / ১৪
১৪ / ১৪