পাহাড়ে আমন রোপণে ব্যস্ততা

পাহাড়ে আমন রোপণের মৌসুম এখন। বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় আমন ধান চাষ করেন কৃষকেরা। বীজতলা থেকে চারা সংগ্রহ করে জমিতে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। সকাল থেকে বিকেল পর্যন্ত তাঁরা এখন ব্যস্ত আমন ধানের চারা রোপণে। বান্দরবান সদর কুহালং এলাকায় আমন ধান রোপণের ব্যস্ততা নিয়ে ছবির গল্প

১ / ৯
জমিতে নামার আগে পাওয়ার টিলার মেশিনে সেচের পানি দেওয়া হচ্ছে
২ / ৯
আঁটি বাঁধা চারাগুলো কাঁধে তুলে দিতে সাহায্য করছেন এক নারী
৩ / ৯
কেউ হাতে, কেউবা ঝুড়িতে করে চারা নিয়ে আসছেন
৪ / ৯
ঐতিহ্যবাহী লুই দিয়ে মাছ ধরছেন
৫ / ৯
ধানের চারা নিয়ে যাচ্ছেন কৃষক
৬ / ৯
পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে ব্যস্ত এক ব্যক্তি
৭ / ৯
জমিতে আমনের চারা রোপণ করছেন পাহাড়ি কিষানিরা
৮ / ৯
কাজের ফাঁকে জমির আইলে বসে বিশ্রাম নিচ্ছেন কিষানিরা
৯ / ৯
কাজ শেষে বাড়ি ফিরছেন কিষানিরা