হাওরে নৌকাবিলাস

উফতার হাওর। সিলেট শহরতলির বাইশটিলা গ্রামঘেঁষা হাওরটিতে বর্ষার শুরু থেকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত চলে নৌকাবিলাস। শহর থেকে সাড়ে আট কিলোমিটার দূরের এ হাওরে প্রতিদিনই দেখা যায় ভ্রমণপিপাসু মানুষের ভিড়। শহুরে কোলাহল পেছনে ফেলে শান্ত জলরাশিতে পরিবার-পরিজন নিয়ে নৌকায় করে ভেসে বেড়ান তাঁরা। স্থানীয় মাঝিরা ঘণ্টাপ্রতি নৌকা ভাড়া নেন ২০০ থেকে ৩০০ টাকা। হাওরটিতে গেলে এখন চোখে পড়বে এমন শতাধিক নৌকা।

১ / ১০
ঘাটে রাখা বাহারি সাজের নৌকা
২ / ১০
হাওর ভ্রমণের জন্য নৌকায় উঠছেন তাঁরা
৩ / ১০
হাওরের বুকে দুটি নৌকা
৪ / ১০
বইঠা বেয়ে নৌকা এগিয়ে নিচ্ছেন মাঝি
৫ / ১০
নৌকায় আনন্দভ্রমণে দুই নারী
৬ / ১০
স্বজনদের নিয়ে হাওরের বুকে
৭ / ১০
সেলফিতে স্মৃতি ধরে রাখা
৮ / ১০
দূরে পাহাড়ের সারি। সামনে হাওরের বিস্তীর্ণ জলরাশিতে নৌকাবিলাস
৯ / ১০
বিকেলে বাড়ে ভ্রমণপিপাসুদের ভিড়
১০ / ১০
বন্ধুরা মিলে হাওরের সৌন্দর্য উপভোগ