রক্তমন্দার ফুল ও মৌটুসি পাখি

বসন্তের ফুল রক্তমন্দার। স্থানভেদে এটি মাদার, মান্দর, মন্দার, পালতে মান্দার, রক্তমান্দার নামে পরিচিত। বসন্তে ফোঁটা এই ফুলের মধু পান করতে ছুটে আসে তৃষ্ণার্ত মৌটুসি পাখিরা। পাবনা সদরের মালিগাছায় রক্তমন্দার ফুলে মৌটুসির ওড়াউড়ির কিছু দৃশ্য নিয়ে এই ছবির গল্প

১ / ১১
রক্তমন্দার ফুলে উড়ে এসে বসার চেষ্টা করছে মৌটুসি পাখি
২ / ১১
উড়ে উড়ে মধু পানের চেষ্টায় মৌটুসি পাখি
৩ / ১১
রক্তমন্দারের ডালে মৌটুসি পাখিটি
৪ / ১১
রক্তমন্দারের ডালে ডাকাডাকি করছে মৌটুসি
৫ / ১১
এক ডাল থেকে আরেক ডালে উড়াল দেওয়ার চেষ্টা
৬ / ১১
ডানায় ভর করে একই স্থানে উড়ছে মৌটুসি পাখি
৭ / ১১
উড়ে গিয়ে পা দিয়ে আঁকড়ে ধরেছে ফুল
৮ / ১১
ফুলে বসেছে পাখিটি
৯ / ১১
ফুলের ওপর বসে ডাকাডাকি করছে পাখিটি
১০ / ১১
উড়ে গিয়ে অন্য ফুলে বসছে পাখিটি
১১ / ১১
মধু পানে ব্যস্ত মৌটুসি পাখিটি