পাহাড়ের মিষ্টি কমলা

রাঙামাটিতে দেশি কমলার বেশ ফলন হয়েছে এ বছর। রসালো হতে আরও কিছুদিন সময় লাগতে পারে। তবে পাহাড়ের উঁচু-নিচু জায়গায় কমলাবাগানে আলো–বাতাসের ব্যবধানের ফলে কিছু বাগানের কমলা পাকা শুরু হয়ে গেছে। বাজারজাত করা হচ্ছে। এসব কমলা বেশ মিষ্টি।

১ / ১০
কমলার ফলনে হাসি ফুটেছে বাগানির মুখে।
২ / ১০
এক বাগানি আধা পাকা কমলা গাছ থেকে সংগ্রহ করছেন।
৩ / ১০
বাগান থেকে সংগ্রহ করা ঝুড়িভর্তি কমলা।
৪ / ১০
কমলার ভারে নুয়ে পড়া গাছ।
৫ / ১০
পাকা কমলা নিয়ে গন্তব্যে যাচ্ছেন চাষি। নানিয়ারচর, রাঙামাটি
৬ / ১০
বিক্রি করতে গ্রামীণ হাটে কমলা এনেছেন তিনি। ক্রেতারা ভিড় করেছেন। কুতুকছড়ি, রাঙামাটি
৭ / ১০
গ্রাম থেকে রাঙামাটি শহরে বাগানের কমলা বিক্রি করতে এসেছেন এই দম্পতি।
৮ / ১০
পাহাড়ের কমলা বেশ মিষ্টি।
৯ / ১০
পাইকারদের চাহিদা মোতাবেক সরবরাহের জন্য কলাপাতায় মোড়ানো ঝুড়িতে আধা পাকা কমলা। রাঙামাটির বনরূপা বাজারে
১০ / ১০
নিজের বাগানের কমলা দেখাচ্ছেন তিনি।