ওসমানী উদ্যানের বর্তমান রূপ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২০১৭ সালের ডিসেম্বরে ওসমানী উদ্যান ঘিরে প্রায় ৯০ কোটি টাকার উন্নয়নকাজ শুরু করেছিল। কথা ছিল, ১০ মাসে শেষ হবে প্রকল্পের কাজ। কিন্তু পাঁচ বছরেও শেষ হয়নি। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় অসমাপ্ত অবকাঠামোর আশপাশে তৈরি হয়েছে জঙ্গল। পানি জমে সেখানটা ভাগাড়ে পরিণত হয়েছে। গাছপালা কেটে রাখা হয়েছে, পাশাপাশি ঝোপঝাড়ে বসে ভবঘুরের আড্ডা। সম্প্রতি তোলা ছবি ওসমানী উদ্যানের বর্তমান দৃশ্য তুলে ধরা হলো।