হাকালুকি হাওর

বর্ষায় টানা কয়েক মাস অথই পানিতে ডুবে থাকে হাকালুকি হাওর। শুষ্ক মৌসুমে শুধু বিল বাদে বাকি স্থানে পানি শুকিয়ে যায়। ঘাসে ভরা হাওর গবাদিপশুর চারণভূমিতে পরিণত হয়। ভেসে ওঠা জমিতে বোরো ধানসহ শীতকালীন বিভিন্ন ধরনের শাকসবজি আবাদে ব্যস্ত হয়ে পড়েন কৃষকেরা। বিলে চলে মাছ ধরা। পরিযায়ী পাখিরা আসতে থাকে হাওরে। হাকালুকি হাওরের মৌলভীবাজারের জুড়ী উপজেলার অংশ থেকে তোলা

১ / ৯
কাঁধে লাঙল নিয়ে হাওরের জমি চাষে ছুটছেন কৃষক
২ / ৯
হাওরের বুকে পরিবেশ অধিদপ্তর নির্মিত সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার
৩ / ৯
বছরের এ সময়ে অনেকে গবাদিপশু কিনে হাওরে কয়েক মাস রেখে মোটাতাজা করে বিক্রি করেন
৪ / ৯
মাছ ধরতে আসা জেলেরা বিলের পাড়ে অস্থায়ী ঘর তৈরিতে ব্যস্ত
৫ / ৯
বিলে ওড়াউড়ি করছে জলচর পরিযায়ী পাখিরা
৬ / ৯
বিলে ধরা মাছ স্থানীয় হাটে নেওয়া হচ্ছে
৭ / ৯
হাওরের পানি কমে যাওয়ায় নদীতে মাছ ধরছেন জেলেরা
৮ / ৯
শুকিয়ে যাওয়া হাওরে চলছে অটোরিকশা
৯ / ৯
সূর্যাস্তের আগে গরু নিয়ে ফেরা