কালীতলা গ্রোয়েন বাঁধ

বগুড়ার সারিয়াকান্দি বন্দর রক্ষায় ১৯৯৫–৯৬ সালে যমুনা নদীতে কালীতলা গ্রোয়েন বাঁধ নির্মাণ করা হয়। বগুড়া শহর থেকে প্রায় ২২ কিলোমিটার পূর্বে সারিয়াকান্দির দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম এই বাঁধ ঘিরে তৈরি হয় কালীতলা ঘাট। এ ঘাটে সারা দিন খেয়া চলাচল করে। ঘাটের আশপাশে বেঁধে রাখা হয় জেলেদের নৌকা। এ ঘাটের সৌন্দর্য উপভোগ করতে দূরদূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। কালীতলা ঘাট নিয়ে ছবির গল্প।

১ / ১০
খেয়াঘাটে সার বেঁধে রাখা নৌকা।
২ / ১০
খেয়াঘাট দিয়ে নদী পার হন চরের বাসিন্দারা।
৩ / ১০
খেয়ানৌকায় ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা।
৪ / ১০
চরাঞ্চলে মিষ্টিকুমড়ার ব্যাপক ফলন হয়েছে। সেগুলো বিক্রির জন্য খেয়াঘাটে স্তূপ করে রাখা হয়েছে।
৫ / ১০
নদীর তীরে দাঁড়িয়ে সেলফি তুলছেন দর্শনার্থীরা।
৬ / ১০
নদীতীরবর্তী লোকজনের চলাচলের অন্যতম বাহন নৌকা।
৭ / ১০
নদীর তীরে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা।
৮ / ১০
পড়ন্ত বেলায় খেয়াঘাটের অপরূপ দৃশ্য। অদূরে জেগে ওঠা বালুচর।
৯ / ১০
ঘাটে নৌকা বেঁধে বাড়ি ফিরছেন জেলেরা।
১০ / ১০
নদীর তীরে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা।