সকাল থেকে ঝুম বৃষ্টিতে বিড়ম্বনা

সকাল থেকে আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা-কালো মেঘের ভেলা। একটু পরই শুরু হয় ঝুম বৃষ্টি। বগুড়ার শাজাহানপুর ও গাবতলী উপজেলা ঘুরে মেঘলা আকাশ ও ঝুম বৃষ্টির কয়েকটি ছবি নিয়ে এই গল্প।

১ / ১০
দূর আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘের ভেলা। এই বুঝি বৃষ্টি নামবে।
২ / ১০
সাতসকালেই অঝোরে নামছে বৃষ্টি। এমন আবহাওয়ায় পথের ধারে ওয়েল্ডিং মেশিনে ঝালাইয়ের কাজ করছেন এক শ্রমিক।
৩ / ১০
বৃষ্টিতে ভিজে গ্রাম থেকে হাটে ধান নিয়ে আসছেন এক চালক।
৪ / ১০
সাতসকালেই অঝোরে নামছে বৃষ্টি। এমন আবহাওয়ায় বৃষ্টিতে ভিজে গ্রাম থেকে হাটে পাট নিয়ে আসছেন এক ভ্যানচালক।
৫ / ১০
টিনের চালা থেকে গড়িয়ে পড়ছে বৃষ্টির পানি।
৬ / ১০
অনেকেই বৃষ্টিস্নাত সকালে বাইরে বেরিয়ে বিড়ম্বনায় পড়েন।
৭ / ১০
কাজে বের হয়ে বৃষ্টিতে বিড়ম্বনায় পড়েন কর্মজীবীরা।
৮ / ১০
বৃষ্টির মধ্যে কাজে যেতে ছাতা নিয়ে বের হয়েছেন একজন।
৯ / ১০
বৃষ্টি থেকে রেহাই পেতে বড় থালা মাথায় দিয়ে বাড়ি ফিরছেন কাজ থেকে
১০ / ১০
দলবেঁধে কাজে যাচ্ছেন বৃষ্টির মধ্যে। সকালেই অঝোরে বৃষ্টি নামে বগুড়ায়।